মনোনয়ন গুজবে কান না দিয়ে ধানের শীষের জন্য ঘরে ঘরে ভোট প্রার্থনার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রার্থী কাজী আলাউদ্দিন।
বুধবার বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত কাজী আলাউদ্দিনের ধানের শীষের নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘মনোনয়ন নিয়ে একটি গ্রুপ গুজব ছড়াচ্ছে। গুজবে কান না দিয়ে ঘরে বসে না থেকে ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এবং ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতেই হবে।’
কাজী আলাউদ্দিন বলেন, ‘আপনারা ৩ তারিখ থেকে যেভাবে লিফলেট বিতরণ, গণসংযোগ ও সমাবেশ করছেন, এভাবেই ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। আর বসে থাকার সময় নেই। এই আসনটি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব।’
তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এ দেশে উৎপাদন, উদ্ভাবন ও উন্নয়নের রাজনীতি শুরু হয়। জনগণ ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের রাজনীতি আবারও ফিরিয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।’
তিনি জানান, মনোনয়ন ঘোষণার পর আশাশুনি–কালিগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন, যা এই অঞ্চলের মানুষের প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপি সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপি আহবায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান বাপ্পী।
কালিগঞ্জ ও আশাশুনি থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন। বিএনপির নেতাকর্মীদের পদচারণায় কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশস্থলে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের উপস্থিতি ছিল বলে আয়োজকরা জানান। পূর্ণ সমাবেশজুড়ে ছিল ধানের শীষের পক্ষে স্লোগান, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।
বিডি-প্রতিদিন/আশফাক