আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা, ভেদরগঞ্জ) আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহমেদ অপু।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন অপু। এ সময় তিনি শিক্ষার্থীদের ভালোবাসা ও উচ্ছ্বাসে সিক্ত হন।
মঙ্গলবার সকাল থেকে তিনি ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার, ঘাট, গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়কে পথসভা, ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন স্কুল, মাদ্রাসায় শিক্ষার্থীর মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। তিনি বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে অপু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমি আপনাদের পাশে থাকতে চাই। ক্ষমতায় গেলে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি