আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করা হয়েছে। সোমবার বিকেলে বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। সিপার আল বখতিয়ার বলেন, বগুড়ায় ধানের শীষের পক্ষে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। বগুড়া-৬ সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিপুল ভোটে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, বিগত দিনে তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে, তা আর কেউ করেনি। এ সময় সাবেক যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক, মাদুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই