বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অযাচিত পদক্ষেপের কারণে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাটের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
লিখিত বক্তব্যে পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বলেন, ‘সরকারের সবচেয়ে পুরোনো মন্ত্রণালয় হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিজেএমসির আওতায় ২৫টি মিল চালু ছিল। কিন্তু পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বিশ্বের পাটজাত পণ্যের বাজার ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বিজেএমসি কর্তৃক পরিচালিত ২৫টি জুট মিল ২০২০ সালের ১ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয়। এর ফলে মিলগুলোতে কর্মরত লক্ষাধিক শ্রমিক-কর্মচারী চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যবসায়ী, ঠিকাদার, দোকানদারসহ লাখ লাখ লোক কর্মসংস্থান হারিয়ে পথে বসেছে। এ ছাড়া দেশকে প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন হতে বঞ্চিত করা হয়েছে।’ তিনি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে পতিত সরকার ও তাদের দোসররা মনগড়া পলিসি তৈরি করে বন্ধ ১৩-১৪টি পাটকল নামমাত্র মূল্যে ৩০ বছরের মেয়াদে লিজ দেয়।
খুলনা, যশোর, নরসিংদী ও চট্টগ্রামের কয়েকটি মিলের লিজ প্রদানে মারাত্মক দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে। কোনো কোনো মিলের প্রথমবার টেন্ডারে লিজ মানি বেশি দেওয়া হলেও অদৃশ্য কারণে সে প্রতিষ্ঠানকে লিজ না দিয়ে পরে অনেক কম লিজ মানিতে অন্য প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয়েছে। এতে একদিকে সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে, অন্যদিকে কম লিজ মানির কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম প্রমুখ।