চীন প্রতিবেশী জাপানের সব ধরনের সিফুড আমদানিতে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এশিয়ার এ দুই শীর্ষ অর্থনীতির দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ তীব্র হয়ে ওঠার মুখে এ সিদ্ধান্ত নিল বেইজিং। রয়টার্স জানিয়েছে, গতকাল চীন জাপানকে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।
চলতি মাসে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছিলেন, তাইওয়ানের ওপর চীনের কোনো আক্রমণ জাপানের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ, এ কারণে জাপান তার আত্মরক্ষামূলক বাহিনী দিয়ে প্রতিক্রিয়া দেখাতে পারে। তার এ মন্তব্যে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। চীন তাকাইচির এ মন্তব্য প্রত্যাহার করার দাবি জানায় এবং নিজের নাগরিকদের জাপানে ভ্রমণ করতে না যাওয়ার আহ্বান জানায়। এর ফলে চীনের নাগরিকরা জাপান ভ্রমণের যেসব বুকিং দিয়েছিলেন ব্যাপকভাবে তা বাতিল করতে শুরু করেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের জন্য একটি বড় ধাক্কা হতে পারে বলে লিখেছে রয়টার্স। জাপানের জন্য নতুন হতাশা হয়ে এসেছে সিফুডে আরোপিত নিষেধাজ্ঞা। মাত্র কয়েক মাস আগে জাপানের সিফুড আমদানির ওপর দেওয়া নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করেছিল বেইজিং। এখন আবার তা পুরোপুরিভাবে ফিরে এলো। এর আগে এ খাদ্যপণ্যে চীনের নিষেধাজ্ঞা আরোপের কারণ ছিল ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিশোধিত বর্জ্যজল সাগরে ফেলার টোকিওর সিদ্ধান্ত। চীন ওই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল। -রয়টার্স
জাপানের বার্তা সংস্থা কিয়োডো কয়েকটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, চীন জাপানকে বলেছে, ফের এ নিষেধাজ্ঞা আরোপের কারণ হচ্ছে জাপান যে বর্জ্যজল সাগরে ফেলছে তা আবার পর্যবেক্ষণ করে দেখা দরকার তাদের। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে তাদের মন্তব্যের অনুরোধে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং শুল্ক প্রশাসন তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। আর এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জাপানে নিযুক্ত চীনের একজন কূটনীতিকের তীব্র, তীক্ষ সমালোচনা ও চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাকাইচিকে লক্ষ্যস্থল করার পর জাপান সোমবার চীনে অবস্থানরত তার নাগরিকদের নিরাপত্তা সতর্কতা বাড়ানোর ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এরপর মঙ্গলবার তাকাইচি তার মন্তব্য প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে বলেন, তিনি যা বলেছেন তা জাপানের সরকারের ‘দীর্ঘদিনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’। এরপর থেকে সুনির্দিষ্ট পরিস্থিতি নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।