ইরানে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে তেহরান। সোমবার তেহরানের ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে। ২২ নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য এ স্থগিতাদেশ কার্যকর হবে। দূতাবাসের জারি করা ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, কিছু ভারতীয় নাগরিককে ভিসামুক্ত সুবিধার সুযোগ দেখিয়ে ইরানে যেতে প্রলুব্ধ করা হচ্ছিল। সেখানে পৌঁছানোর পর অনেককেই অপরাধী চক্র চাকরির এজেন্ট বা ভ্রমণ এজেন্ট সেজে অপহরণ করছিল। সেখানে আরও বলা হয়, ভিসামুক্ত সুবিধার অপব্যবহার ঠেকাতে ইরান এ সুবিধাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয়দের ইরানে প্রবেশ বা দেশটি হয়ে ট্রানজিট করতে হলে ভিসা নিতে হবে। তেহরানস্থ ভারতীয় দূতাবাস ভারতীয়দের সতর্ক করে বলেছে, ভিসামুক্ত ভ্রমণ বা ইরান হয়ে তৃতীয় দেশে যাওয়ার প্রলোভন দেখানো কোনো এজেন্টের কাছ থেকে দূরে থাকতে। -এনডিটিভি
চলতি বছরের মে মাসে দূতাবাস জানায়, সে মাসেই ইরান ভ্রমণে যাওয়া তিন ভারতীয় নিখোঁজ হয়েছেন। ওই তিনজনই ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দা। ১ মে তেহরানে পৌঁছানোর পর পরই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।