মানব ইতিহাসের অন্যতম বড় প্রযুক্তিগত পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। নানান জটিল কাজ দ্রুত, দক্ষ ও নির্ভুলভাবে সম্পন্ন করে মানুষকে সহায়তা করছে এ প্রযুক্তি। তবে এর সম্ভাবনার পাশাপাশি রয়েছে উল্লেখযোগ্য ঝুঁকিও। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই সম্প্রতি বিবিসির সাক্ষাৎকারে তথ্যগত ও অর্থনৈতিক এ দুই ধরনের নেতিবাচক প্রভাবের প্রতি বিশেষভাবে সতর্ক করেছেন।
তাঁর মতে যাচাই না করে এআইয়ের তথ্য ব্যবহার করা বড় ধরনের বিভ্রান্তি ও ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি এআই কেন্দ্র করে বিশাল বিনিয়োগ ও বাজার-বুম তৈরি হয়েছে। এটি কোনোভাবে ধসে পড়লে শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠান নয়, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি, বাজার এবং অন্যান্য খাতও। সুন্দর পিচাই বলেছেন, ‘এআই মডেল যে কোনো তথ্যে ভুল করতে পারে। এগুলো ব্যবহার করার সময় অন্যান্য তথ্যসূত্রের সঙ্গে যাচাই করে ব্যবহার করা জরুরি।’ -বিবিসি
তাঁর মতে এআইয়ের এ সীমাবদ্ধতা বুঝিয়ে দিচ্ছে একটি সমৃদ্ধ তথ্যব্যবস্থা থাকা কতটা গুরুত্বপূর্ণ। পিচাই বলেন, ‘এ কারণেই মানুষ গুগল সার্চ ব্যবহার করে। গুগলের সঙ্গে আরও অন্যান্য পরিষেবাও রয়েছে, যেগুলো নির্ভুল তথ্য সরবরাহ করতে সক্ষম।’ আলাপকালে সুন্দর পিচাই কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বৃদ্ধি ‘একটি অসাধারণ মুহূর্ত’ বলেও উল্লেখ করেছেন। তবে এআইয়ের উত্থানের মধ্যে কিছু অযৌক্তিকতাও রয়েছে। এ বিষয়ে উচ্চ প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বিপুল বিনিয়োগ, অস্বাভাবিক গতিতে কোম্পানির মূল্য বৃদ্ধির প্রসঙ্গও তুলে ধরেছেন। তাঁর মতে এআই ঘিরে প্রত্যাশার বুদ্বুদ (বাবল) তৈরি হয়েছে। গুগলের কনজুমার এআই মডেল জেমিনি-৩-এর নতুন প্রযুক্তিও নজর কাড়ছে। ধীরে ধীরে এটি চ্যাটজিপিটির বাজারের অংশ দখল করতে শুরু করেছে।