বসুন্ধরা শুভসংঘ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার উদ্যোগে নারী শিক্ষার্থীদের নিয়ে প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় কলেজের বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির ভবনের এম এ শহীদ গ্রন্থাগার মিলনায়তনে এ আড্ডার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রভাষক মো. শাহীন মিয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক (লাইব্রেরি) ইমরানুল হক শাকিল।
সাহিত্যচর্চা, বিভিন্ন গ্রন্থ, লেখক ও সাহিত্যধারার ওপর নারী শিক্ষার্থীদের ধারণা ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আড্ডায় বিষয়ভিত্তিক আলোচনা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “সাহিত্য মানুষকে মননশীল করে। তরুণ প্রজন্মকে পাঠাভ্যাসে অনুপ্রাণিত করতে এই ধরনের আড্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সাহিত্য আড্ডায় কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের সহোদর ও বিশিষ্ট সাহিত্যিক প্রয়াত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ হকের জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোকপাত করা হয়। তাঁর সাহিত্য-সংস্কৃতিতে অবদান, হবিগঞ্জ সাহিত্য পরিষদ গঠনে ভূমিকা, স্থানীয় সাহিত্য-সংস্কৃতি আন্দোলন, বিভিন্ন সাহিত্য আয়োজন ও পত্রিকা প্রকাশে নেতৃত্বের কথা তুলে ধরা হয়।
অধ্যক্ষ সিরাজ হক হবিগঞ্জের আঞ্চলিক ভাষা, প্রবাদ-প্রবচন, গাধার প্রমোশন, একান্ত ভাবনা, ইতিহাস পদ্ধতিসহ মোট ২২টি গ্রন্থ রচনা করেন। তার সাহিত্যকর্ম তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী এবং সমাজচিন্তা ও মানবিকতা বিকাশে দিকনির্দেশক বলে অভিমত জানান আয়োজকরা।
বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিয়া আঁখি স্বর্ণা বলেন,“সাহিত্য শুধু বিনোদন নয়—এটি মানুষকে মানবিক ও চিন্তাশীল হতে শেখায়। আমরা চাই, আমাদের কলেজের প্রতিটি শিক্ষার্থী পাঠের অভ্যাস গড়ে তুলুক। বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে কাজ করে যাবে।”
এছাড়াও সাহিত্য আড্ডায় অংশ নিয়েছেন বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিয়া আঁখি স্বর্ণা, সদস্য উম্মে হাবিবা, রুমা আক্তার, সানজিদা দ্বীন সারা, কানিজ ফাতেমা আনিকা, শেখ ইশরাত জাহান মিম, ফারজানা আক্তার তুলি এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/তানিয়া