সিলেটে ধানের তুষের নিচ থেকে কোটি টাকার ভারতীয় ‘গরম মসলা’ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কানাইঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি এই মসলার চালান জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা ধানের তুষ ভর্তি একটি ট্রাক থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু ট্রাক চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে কানাইঘাট-সিলেট সড়কের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাক চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ট্রাকের ভেতর তুষের নিচে চাপা দেওয়া অবস্থায় ৫ হাজার ৩৬৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত গাড়ি ও পণ্যের মূল্য ১ লাখ ৩ হাজার ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, গত বুধবার সুরইঘাট, জৈন্তাপুর ও লালাখাল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আরও প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তের সুরক্ষা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল