কয়েকদিন ধরে দিনাজপুরের হাকিমপুরে লোকালয়ে ঘুরছিল একটি মুখপোড়া হনুমান। কখনো উপজেলা পরিষদ চত্বরের গাছে, আবার কখনও বাড়ির ছাদে ঘোরাফেরা করছিল হনুমানটি।
বুধবার হনুমানটিকে উদ্ধার করে খাঁচায় বন্দি করা হয়েছে। একে দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।
জানা গেছে, রবিবার উপজেলা চত্বরে দলছুট মুখপোড়া হুনুমানটি দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দেখতে ভিড় করেন। একপর্যায়ে প্রাণীটি কৃষি অফিসের সিঁড়ির নিচে অবস্থান নেয়। উৎসুক লোকজন ভিড় করায় অফিসের দাফতরিক কাজে বিঘ্ন ঘটছিল। বিষয়টি চরকাই বন বিভাগকে জানানো হলেও সাড়া মেলেনি। বুধবার প্রাণিসম্পদ অফিসের কর্মচারীরা হনুমানটি উদ্ধার করে খাঁচায় বন্দি করেন। পরে রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় পাঠানো হয়।
চার বছর বয়সী নাতনিকে কোলে নিয়ে প্রাণিসম্পদ দফতরে আসা মোমেনা বেগম বলেন, লোকমুখে হনুমান উদ্ধারের খবর জানতে পেরে নাতনি দেখার বায়না ধরেছে। তাকে নিয়ে এসেছি। হনুমান দেখে সে উচ্ছ্বসিত। আমি নিজেও ২০ বছর আগে চিড়িয়াখানায় হনুমান দেখেছি। অনেক দিন পর আবার দেখে ভালোই লাগছে।
শিশু নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মালিহা জান্নাত জানায়, সে হনুমানকে দুটি কলা খেতে দিয়েছে, কিন্তু খায়নি। মনে হয় ভয় পেয়েছে।
প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন মোনতাসির মামুন জানান, এখানে আশপাশে কোনো বনজঙ্গল নেই। ধারণা করা হচ্ছে, হনুমানটি ভারত থেকে এসেছে। প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, সুস্থ আছে।
বিডি প্রতিদিন/কেএ