এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা 'এ' দলের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ 'এ'। তবে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যাচ্ছে বাংলাদেশ দল।
বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তিন দলই ৪ পয়েন্ট নিয়ে খেলা শেষ করলেও বাংলাদেশ নেট রান রেটে সবচেয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আফগানরা সবচেয়ে কম নেট রান রেট থাকায় বাদ পড়েছে। সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা।
কাতারের দোহায় টসে জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দলের ২৩ রানের মধ্যেই দুই ওপেনার নিশান মাদুশকা এবং ভিশেন হালামবাগেকে সাজঘরে ফিরিয়ে দেন টাইগার পেসার আবু হায়দার রনি। দলের ৫১ রানের মধ্যেই পড়েছে ৪ উইকেট। বাকি ২ উইকেট নেন রাকিবুল হাসান এবং আবদুল গাফফার সাকলাইন।
৫ নম্বরে নেমে ঝড় তোলেন সাহান আরাচিগে। ৪৯ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলের রান বাড়িয়েছেন। দলের সংগ্রহ পার করেছে দেড়শ। শেষ দিকে ১৪ বলে ২৩ রানের ক্যামিও খেলেছেন দুনিথ ভেল্লালাগে। বাকিদের মধ্যে ১৮ বলে ১৭ রান করেন রমেশ মেন্ডিস। ১৩ বলে ১৫ রান করেছেন নুয়ানিদু ফার্নান্দো।
নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা ‘এ’ দল। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট শিকার করেন রিপন মন্ডল এবং আবু হায়দার রনি। ১টি করে উইকেট তোলেন আবদুল গাফফার সাকলাইন এবং রাকিবুল হাসান।
জবাব দিতে নেমে হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম বাংলাদেশকে ভালো শুরু এনে দেন। তবে দুজনের কারও ইনিংসই বেশি লম্বা হয়নি। ৩ ছক্কা ১ চারে ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলে বিদায় নেন সোহান। জিসান খেলেন ১৬ বলে ১৭ রানের ইনিংস।
এরপর তিন নম্বরে নেমে ঝড় তোলেন জাওয়াদ আবরার। কার্যকরী ব্যাটিংয়ে ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন আবরার। শেষ দিকে অধিনায়ক আকবর আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কনদের উপর ভর করে এগিয়েছে বাংলাদেশ। বেশিক্ষণ টেকেননি অঙ্কন। ১০ বলে ৮ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
এরপর আকবরের সাথে জুটি বাঁধেন ইয়াসির আলী চৌধুরী। শেষ দিকে বাংলাদেশের রানের গতি কমে যায়। ২৬ বলে ২৫ রান করে বিদায় নিয়ে দলের বিপদ বাড়িয়েছেন অধিনায়ক আকবর। শেষ দিকে ইয়াসিরের সাথে যোগ দেন এস এম মেহেরব হোসেন। দুজনের ব্যাটে চড়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত লড়ে গেছে টাইগাররা।
শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। জয়টা বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে যায়। বাংলাদেশ নিতে পেরেছে ১১ রান। ম্যাচটা ৬ রানে হেরে যায় বাংলাদেশ। ১৪ বলে ১৬ রান করে ক্রিজে টিকে ছিলেন মেহেরব। এছাড়া ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী। ১৫৩ রান তুলে থেমেছে বাংলাদেশের ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নিয়েছেন দুনিথ ভেল্লালাগে। ১টি করে উইকেট শিকার করেন গারুকা সানকেথ, ট্রাভিউ এবং মিলান রাথনায়েকে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তিন দলই ৪ পয়েন্ট নিয়ে খেলা শেষ করলেও বাংলাদেশ নেট রান রেটে সবচেয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আফগানরা সবচেয়ে কম নেট রান রেট থাকায় বাদ পড়েছে। সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান।
বিডি প্রতিদিন/নাজিম