জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. খলিলুর রহমান। গতকাল দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
হাইকমিশন জানায়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো নিরাপত্তা কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল গতকাল বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছে। এ সময় ভারতীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা সিএসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ সময় অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. খলিলুর রহমান। সম্মেলন শুরু আজ : কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হচ্ছে আজ। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় তিনি নয়াদিল্লি পৌঁছান। আজ সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে শুরু হবে সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন।
কূটনৈতিক সূত্র বলছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সপ্তম বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমন, বহুদেশীয় সংঘটিত অপরাধ মোকাবিলা, সাইবার নিরাপত্তা এবং স্পর্শকাতর পরিকাঠামো রক্ষা নিয়ে পর্যালোচনা করা হবে। একই সঙ্গে মানবিক সহায়তা ও বিপর্যয়কালীন ত্রাণ দেওয়া নিয়েও সিদ্ধান্ত হবে। এ ছাড়া ২০২৬ সালের রোডম্যাপ ও অ্যাকশন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।