মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে উদ্বুদ্ধ করতে বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী শাখার উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সরকারি তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচির শুরুতে আয়োজকরা মাদক সমস্যা, পরিসংখ্যান, সামাজিক প্রভাব ও প্রতিকার নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা দেন। মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা ব্যানার, পোস্টার ও সচেতনতামূলক বার্তা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি তৌকির আহমদ তানজিল। তিনি বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও জাতিকেই পিছিয়ে দেয়। সমস্যা মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে সচেতন হতে হবে।’
যুগ্ম সাধারণ সম্পাদক অমিত সরকার বলেন, ‘মাদক রোধে দল, মত বা ধর্ম নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে।
তরুণদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।’
শিক্ষা বিষয়ক সম্পাদক শাকিল মিয়া তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘সুস্থ বিনোদন, খেলাধুলা ও প্রতিযোগিতামূলক কার্যক্রম তরুণদের মাদক থেকে দূরে রাখতে কার্যকর। শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার এই পরিবেশ নিশ্চিত করলে ইতিবাচক পরিবর্তন আসবে।’
সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বলেন, ‘মাদকবিরোধী অভিযানে যুবসমাজকে সম্পৃক্ত করাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ। তরুণরা সচেতন হলে কোনো এলাকায় মাদক ব্যবসা টিকতে পারে না।’
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে মাদককে ‘না’ বলার অঙ্গীকার করানো হয়। উপস্থিত ছিলেন শাখার সভাপতি তৌকির আহমদ তানজিল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক শাকিল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদসহ শুভসংঘের অন্যান্য সদস্য ও এলাকার তরুণরা।
বিডি-প্রতিদিন/তানিয়া