পুরনো বন্ধু নরেন্দ্র মোদিকে আবারও বোল্ড আউট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে তিনি ফের হাটে হাড়ি ভেঙেছেন। এমন দাবি ট্রাম্প করেছেন, যা মোদির আত্মসম্মানে বহুদিন ধরেই আঘাত করে আসছে।
ট্রাম্প আরও একবার দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা কমাতে সাহায্য করেছিলেন। এই বিষয়ে তিনি তার পুরোনো বক্তব্যই পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্প জানিয়েছেন, উভয় দেশকে ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই সংঘাত থেমে যায়। ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি তাকে ফোন করে নিশ্চিত করেছিলেন যে আমরা আর যুদ্ধে যাচ্ছি না।
যদিও ভারত সরকার ধারাবাহিকভাবেই যেকোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি অস্বীকার করে আসছে। যদিও মে মাসে ভারত-পাক সংঘাত থামানোয় সাহায্য করার এই দাবিটি ট্রাম্প এ পর্যন্ত ৬০ বারেরও বেশিবার পুনরাবৃত্তি করেছেন।
বুধবার মার্কিন-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, আমি বিরোধ মেটাতে ভালো, আমি সবসময়ই ভালো ছিলাম। ভারত, পাকিস্তান... তারা পরমাণু অস্ত্র নিয়ে যুদ্ধে যেতে চলেছিল।
তিনি জানান, সেই সময় তিনি দুই পরমাণু-সক্ষম প্রতিবেশী দেশকে বলেছিলেন, আপনারা যুদ্ধ করতে পারেন, তবে আমি প্রতিটি দেশের উপর ৩৫০ শতাংশ শুল্ক চাপাচ্ছি। আমেরিকার সঙ্গে আর কোনো বাণিজ্য নয়। ট্রাম্প দাবি করেন, দুই দেশই তাঁকে অনুরোধ করেছিল যাতে তিনি এমনটা না করেন। কিন্তু তিনি স্পষ্ট করে দেন যে লক্ষ লক্ষ মানুষ নিহত হবেন এবং পারমাণবিক ধূলিকণা লস অ্যাঞ্জেলেসের উপর ভাসবে, এটা তিনি হতে দিতে পারেন না।
এরপর ট্রাম্প দাবি করেন যে তিনি নাকি মোদির কাছ থেকে ফোন পেয়েছিলেন। মোদি তাকে ফোন করে বলেন, আমরা আর যুদ্ধে যাচ্ছি না। এই ঘটনার পর ট্রাম্প মোদিকে ধন্যবাদ জানিয়ে একটি চুক্তি করতে প্রস্তুত বলে জানান। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও তাকে ফোন করে লক্ষ লক্ষ জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল