এক সময়ের তিক্ত সম্পর্কের ইতি টেনে অবশেষে বন্ধুত্বের পথে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্ক। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নৈশভোজের জন্য হোয়াইট হাউসে মাস্ককে স্বাগত জানান রিপাবলিকান এই নেতা। এই অনুষ্ঠানেই ট্রাম্পের মুখে মাস্কের প্রশংসাও শোনা গেছে।
দীর্ঘদিন ধরে চলা তিক্ত বিচ্ছেদের পর এই পুনর্মিলন যেন নতুন করে জল্পনা তৈরি করেছে। ব্যবসায়িক আলোচনা-কেন্দ্রিক এই অনুষ্ঠানে ট্রাম্প এক বার নয়, তিন বার মাস্কের কথা উল্লেখ করেন।
দেশে তৈরি গাড়ির জন্য নতুন কর ছাড়ের বিল নিয়ে আলোচনা করতে গিয়ে রিপাবলিকান নেতা মাস্ককে উদ্দেশ্য করে বলেন, ইলন, তুমি কত ভাগ্যবান যে আমি তোমার সঙ্গে আছি। এরপর তিনি কৌতুক করে জিজ্ঞেস করেন, সে কি কখনও আমাকে ঠিকঠাক ধন্যবাদ জানিয়েছে?
জবাবে টেসলার প্রধান পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমেরিকা এবং বিশ্বের জন্য তার সমস্ত কাজের জন্য ধন্যবাদ জানান। মাস্ক এক্স-এ লেখেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আমেরিকা এবং বিশ্বের জন্য তার সমস্ত কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই। এর সঙ্গে তিনি ওয়াশিংটন ডিসিতে ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং ট্রাম্পের পাশে দাঁড়ানো ছবিও পোস্ট করেন।
মাস্ক হোয়াইট হাউসের এই অনুষ্ঠানে যোগ দেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি-এর প্রধান হিসেবে তার কার্যকালের সমাপ্তির মাত্র কয়েকমাস পর। তিনি গত জানুয়ারি থেকে মে মাসের ৩০ তারিখ পর্যন্ত এই পদে ছিলেন। ট্রাম্প ঘোষণা করেন, তার বিশেষ সরকারি কর্মচারি চুক্তি শেষ হলে মাস্ক তার পদ ছাড়বেন।
এদিকে, নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে, মাস্কের ঘনিষ্ঠরা ট্রাম্পের সঙ্গে মাস্কের কাজের সময়কালকে উদযাপন করার জন্য একটি বড় পার্টির পরিকল্পনা করছেন। রিপোর্টে বলা হয়েছে, তথাকথিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি-এর অধীনে মাস্কের হয়ে কাজ করা কয়েক ডজন ব্যক্তি এই সপ্তাহান্তে অস্টিনে একটি পুনর্মিলন অনুষ্ঠানে একত্রিত হবেন।
বিডি প্রতিদিন/নাজমুল