বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহরের ভবানীপুর খাদিমুল ইসলাম মাহমুদিয়া মাদ্রাসায় ৪৫ জন শিক্ষার্থীদরে মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ ব্যাডমিন্টন খেলাধুলার সামগ্রী দেওয়া হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। তিনি নির্শেদনা নিয়েছেন জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ ও সাহায্য ছাড়া কোন কর্মসূচি পালন না করার জন্য। আমাদের কোটি মানুষের নেতার জন্মদিনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি। মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠান হয়েছে।’
উপকরণ বিতরণের সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিকুল শিকদার, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রমানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক