বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় অবৈধ ইটভাটা অভিযানে গিয়ে স্থানীয় জনতা ও বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে ভ্রাম্যমাণ আদালত এবং পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার অভিযানের সময় ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইট–পাটকেল নিক্ষেপে বিজিবি, পুলিশসহ কমপক্ষে ৮ জন আহত হন। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। গত চার দিন ধরে ইটভাটা অভিযানে বাধার মুখে পড়ছে প্রশাসন।
ওসি তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের স্পেশাল অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম নেতৃত্ব দেন। প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম ফাইতংয়ের পাগলীর আগা যাওয়ার পথে কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে। এ সময় রাস্তা অবরোধ করে ম্যাজিস্ট্রেট বহনকারী গাড়িসহ অন্য যানবাহনে হামলা চালায় বিক্ষোভকারীরা।
তিনি জানান, হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং সরকারি অন্যান্য গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীদের হামলায় পুলিশ ও বিজিবিসহ কমপক্ষে ৮ জন আহত হন। পুলিশের লাঠিচার্জে ৫ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় এবং আটককৃতদের চকরিয়া থানার কাছে সোপর্দ করা হয়েছে। এ অবস্থায় অভিযান দল সাময়িকভাবে অভিযান স্থগিত করে ফিরে আসে।
এর আগে ১৬ নভেম্বরের অভিযানে শ্রমিকরা কাফনের কাপড় পড়ে রাস্তা অবরোধ করে। ফলে ওই অভিযানও স্থগিত করা হয়। এ ঘটনায় এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ ১১ জনের বিরুদ্ধে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়।
লামা উপজেলার ফাইতং, ফাসিয়াখালি এবং চকরিয়া এলাকায় প্রায় ৪০টি অনুমোদনহীন ইটভাটা রয়েছে। সাম্প্রতিক অভিযানকে কেন্দ্র করে চকরিয়া উপজেলার মানিকপুর, ফাসিয়াখালি ও ফাইতং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল