তরুণদের নিকোটিনের আসক্তি থেকে দূরে রাখতে তামাক ছাড়া অন্য সব ফ্লেভারের ই-সিগারেট নিষিদ্ধ করার পরিকল্পনা করছে বেলজিয়াম। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যানডেনব্রুক জানিয়েছেন, সুপিরিয়র হেলথ কাউন্সিলের নতুন সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেলজিয়ামের জাতীয় সংবাদ সংস্থা বেলগাকে ভ্যানডেনব্রুক বলেছেন, স্বাদযুক্ত ই-সিগারেটগুলি ইচ্ছাকৃতভাবে শিশুদের আকর্ষণ করার জন্য এবং ভ্যাপিংয়ের সম্ভাব্য ক্ষতিগুলিকে ঢাকতে তৈরি করা হয়েছে।
সম্প্রতি দেশটির সুপিরিয়র হেলথ কাউন্সিল ভ্যাপিং সংক্রান্ত নীতিমালায় তাদের অবস্থান পরিবর্তন করেছে। সংস্থাটি আগে ফ্লেভার পুরোপুরি নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক থাকলেও এখন কঠোর সীমাবদ্ধতার পক্ষে মত দিয়েছে। তাদের যুক্তি, কিছু ফ্লেভার ধূমপায়ীদের ধূমপান ছাড়তে সাহায্য করার চেয়ে তরুণদের সুরক্ষা দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বেলজিয়ামে সাম্প্রতিক জাতীয় জরিপগুলোতে স্কুলপড়ুয়াদের মধ্যে ভ্যাপিংয়ের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ার চিত্র উঠে এসেছে। জরিপে দেখা যায়, প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী ই-সিগারেট ব্যবহার করে দেখেছে। গত পাঁচ বছরের তুলনায় তরুণদের মধ্যে সাপ্তাহিক ব্যবহারের হার এখন চারগুণ বেড়েছে।
সুপিরিয়র হেলথ কাউন্সিলের নতুন সুপারিশের ভিত্তিতে ভ্যাপিংয় নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও, সরকার এখনও তা নিশ্চিত করে কিছু বলেনি। তবে স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যানডেনব্রুক জানান, যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়নের উদ্যোগে নেওয়া হবে।
তরুণদের ধূমপান থেকে বিরত রাখতে এর দেশটির সরকার ব্যবহারযোগ্য ভ্যাপ নিষিদ্ধ করা এবং তরুণদের বিচরণ বেশি এমন স্থানে ধূমপানে সীমাবদ্ধতা আরোপের মতো সিদ্ধান্ত নেয়।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/কামাল