নওগাঁর মহাদেবপুরে বিশাল নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ড ঘোষপাড়ার মোরে বিশাল এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ সাংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এই কর্মীসভার আয়োজন করেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মহাদেবপুর উপজেলার ধানের শীষ প্রতীকের সমর্থক গোষ্ঠির আহ্বায়ক বিএনপি নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক মন্ডল, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা ও ছাত্র দলের সদস্য সচিব রিপন মাহমুদ।
এ সময় কর্মী সভায় উপস্থিত প্রায় ৫ হাজার নারী পুরুষ বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে কাজ করার জন্য হাত তুলে সম্মতি জানান।
বক্তারা বলেন, ‘ধানের শীষ মার্কা যার আমরা তার। তারেক রহমান বলেছেন নো রিভিউ, নো পরিবর্তন। কাজেই আপনারা যারা এখনও ষড়যন্ত্র করার চেষ্টায় আছেন তারা সতর্ক হয়ে যান।’
বিএনপি আগেও একত্রিত ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও একজোট থাকবে উল্লেখ করে বক্তারা বলেন, নমিনেশন চেয়ে না পেয়ে বিগত দিনে যারা আন্দোলন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করেছেন তাদের প্রতি অনুরোধ রইল রাগ ও অভিমান বাদ দিয়ে ধানের শিষের পক্ষে কাজ করার।
আপনারা যারা ভাবছেন আরও কিছু দিন দেখবো, যারা ধানের শিষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অভিমান করে দূরে আছেন তারা অতিদ্রুতই ধানের শিষের পক্ষে কাজ করতে শুরু করেন। আপনাদের প্রতি বিশেষ ভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি। দলের পক্ষ থেকে যে দিক নির্দেশনা দেওয়া আছে, আমরা আশা করবো খুব দ্রুত ফজলে হুদা বাবুল ভাইয়ের পক্ষে কাজ করবেন।
এদিকে প্রধান অতিথি তার বক্তব্য শুরুর আগে তারেক রহমানের অডিও ক্লিপ উপস্থিত নেতাকর্মীদের শোনান। সেখানে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে ধানের শিষের মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে কাজ করার কথা শোনা যায়।
বক্তারা আরও বলেন, যারা বদলগাছীর সাথে মহাদেবপুরের বৈষম্য তৈরি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য বলি আমরা বিগত দিনে বদলগাছীতে ধানের শিষ প্রতিকে বেশি ভোট পেয়েছি। কাজেই আপনারা কোনো বৈষম্য সৃষ্টি করবেন না। বদলগাছী-মহাদেবপুর ভাই ভাই, ধানের শিষে ভোট চাই।
উল্লেখ, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপির পক্ষ থেকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলকে মনোনীত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক