দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। ১ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। এর জন্য প্রস্তুত রয়েছে সাতটি পর্যটকবাহী জাহাজ। তবে এবারের ভ্রমণে পর্যটকদের মানতে হবে সরকারের আরোপিত কঠোর বিধিনিষেধ।
পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, ডিসেম্বর ও জানুয়ারি এ দুই মাস কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সাতটি জাহাজ পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। তবে ১ ডিসেম্বর কয়টি জাহাজ যাত্রা শুরু করবে, তা নির্ভর করবে পর্যটকদের সংখ্যার ওপর। প্রস্তুত থাকা জাহাজগুলো হলো- কর্ণফুলী এক্সপ্রেস, বারো আউলিয়া, এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন এবং আটলান্টিক ক্রুজ।
তিনি আরও জানান, সাতটি জাহাজের অনুমোদন এখনো শতভাগ নিশ্চিত হয়নি। তবে আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ নভেম্বর সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। দিনে গিয়ে দিনে ফিরে আসার বিধিনিষেধের কারণে পর্যটকরা নভেম্বরে সেন্ট মার্টিনে যেতে আগ্রহী ছিলেন না। আর পর্যটক না থাকায় পর্যটকবাহী জাহাজগুলোও সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি।