দীর্ঘ ১৫ বছর পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় সমাবর্তন। এ আয়োজনকে কেন্দ্র করে রঙিন সাজে সজ্জিত হয়েছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চারদিকে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস আর আনন্দ। বহুল প্রত্যাশিত এই সমাবর্তনে অংশ নেবেন ৮ হাজার ২০০ জন শিক্ষার্থী। জানা যায়, সমাবর্তনে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
ক্যাম্পাসের বিজয়-২৪ হল মাঠে আয়োজিত এ মহোৎসবে যুক্ত হবেন গ্র্যাজুয়েট, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিরা। প্রাক্তনদের আবেগঘন ফিরে আসা এবং শিক্ষকদের গর্বিত উপস্থিতিতে সমাবর্তন পরিণত হবে এক বর্ণিল মিলনমেলায়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করতে নিয়েছে নানা আয়োজন।
২০১০ সালে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।