বুঝেছ শিলা?
পাগল হওয়ার মতো
গরম এখানে:
এত ক্ষ্যাপা-এত উচ্ছৃঙ্খল গরম
কখনোই দেখিনি আমি-
না,
দেখিনি কোথাও আর কখনোই:
মনে হ’চ্ছে, জন্মান্ধ এই জীবনটাকে গুটিয়ে অন্য কোনো নীরব, কোনো নিঃস্তব্ধ
শীতল গ্রহে চলে যাই,
না, কখনোই ফিরে আর
না আসি এখানে-
বুঝেছ শিলা?
পাগল হওয়ার মতো
গরম এখানে:
এত ক্ষ্যাপা-এত উচ্ছৃঙ্খল গরম
কখনোই দেখিনি আমি-
না,
দেখিনি কোথাও আর কখনোই:
মনে হ’চ্ছে, জন্মান্ধ এই জীবনটাকে গুটিয়ে অন্য কোনো নীরব, কোনো নিঃস্তব্ধ
শীতল গ্রহে চলে যাই,
না, কখনোই ফিরে আর
না আসি এখানে-