যখন তুমি হাঁইটা চইলা যাইতাছিলা
আমিও তোমার পিছন পিছন হাঁটতাছিলাম,
আর ভাবতাছিলাম, একবার পিছন ফিরা তাকাইবাই-
দাঁড়াইয়া কইবা, বাড়ি ফিরা যাও, কয়দিন পরই ফিরা আমুনি।
কিন্তু না, তুমি একবারের লাইগাও ফিরা তাকাইলা না।
সেই যে গেলা...
মঙ্গলবার গেল, বুধ, বিষ্যুদ যাইয়া সপ্তা, মাস, বচ্ছর গেল
তুমি ফিরা আইলা না।
আর তুমি জানতেও পারলা না-
আমি আজও মন-মূর্তি হয়্যা, সেইখানে দাঁড়ায়ে রইছি
দিন-রাত, রোদ-বৃষ্টি ঝড়ে...
যদি তুমি ফিরা আসো কুন্দিন!