‘অনেক কষ্টে পুলিশের মনোবল ফিরে এসেছে। অরাজকতা করে আবার পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না। তাহলে আপনাদের ৫ আগস্ট-পরবর্তী সময়ের মতো বাঁশের লাঠি নিয়ে বাড়িঘর পাহারা দিতে হবে।’
গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা বলেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের গুলির নির্দেশের কারণ উল্লেখ করে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘হামলার চেষ্টাকারীদের গুলি করার বিধান আইনে আছে। জনগণের জানমালের নিরাপত্তাবিধানের জন্য পুলিশ আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বলপ্রয়োগেও দ্বিধাবোধ করবে না।’ তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানির মতো সাইবার অপরাধ এখন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এ সাইবার সাপোর্ট সেন্টার গড়ে তোলা হয়েছে। এখানে থাকবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টা সাপোর্ট টিম। ফেসবুক পেজ, ইমেইল এবং ডিবির অনলাইন চ্যানেলের মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। আমাদের লক্ষ্য স্পষ্ট, প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও প্রমাণভিত্তিক পুলিশি সেবা নিশ্চিত করা।’