চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় ছিটকে পড়া প্রাইভেট কারের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে মারা গেছেন এক সাইকেল চালক। প্রাইভেট কারটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে ছিটকে পড়ে। এতে কারের চার যাত্রীও আহত হন।
গতকাল বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিক (৫৫)। তিনি বন্দরের কর্মী এবং ওই এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বন্দর থানার পরিদর্শক তদন্ত সিরাজুল ইসলাম জানান, পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে হঠাৎ একটি প্রাইভেট কার ছিটকে সড়কে পড়ে। ওই সময় নিচে সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন শফিক। প্রাইভেট কারে চাপা পড়ে তিনি পিষে যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শফিক বন্দরে চাকরি করেন। তাঁর বাড়ি বন্দর এলাকায়।
পরিদর্শক সিরাজুল আরও জানান, প্রাইভেট কারে তিন পুরুষ, এক নারীসহ চারজন ছিলেন। সবাই আহত হয়েছেন। তাঁদের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে। রেলিংয়ের ওপর দিয়ে গাড়িটি ছিটকে সড়কে পড়ে। সম্ভবত গতি বেশি ছিল।
পুলিশ সূত্র জানায়, থানার কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাইভেট কারটি দ্রুতগতিতে বাঁক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ৬০ কিলোমিটার। তবে বাঁক পার হওয়ার সময় গতি ৪০ কিলোমিটারে রাখতে নির্দেশনা ছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। এর আগে এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ হারান দুই মোটরসাইকেল আরোহী।