জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ। পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
গতকাল নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে। সেই সঙ্গে উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালাকেও সমর্থন করে বাংলাদেশ। এজন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ সবসময়ই বৈশ্বিক সন্ত্রাসবাদকে নিন্দা জানিয়ে এসেছে। আমরা যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্যসহনশীল নীতি অনুসরণ করি। ক্রমবর্ধমান ডিজিটালাইজেশন এবং প্রযুক্তিগত উন্নয়ন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের হুমকি আমাদের সব দেশের জন্যই চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এ কারণে সাইবার নিরাপত্তা বাংলাদেশে অত্যন্ত অগ্রাধিকারপ্রাপ্ত একটি ক্ষেত্র। বক্তব্যের শুরুতে খলিলুর রহমান ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বৈঠক আয়োজন এবং বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান।