চা শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা শুনলেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আবদুর মুক্তাদির।
বৃহস্পতিবার সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের কয়েকটি চা বাগানের শ্রমিকদের সাথে মতবিনিময়কালে তিনি তাদের কথা শুনেন। নির্বাচিত হলে তিনি তাদের কষ্ট লাঘবে পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার সকালে কালাগুল চা বাগানে পৌঁছালে শ্রমিকরা তাকে স্বাগত জানান। শ্রমিকদের সাথে তিনি বেশ কিছু সময় কাটান। এসময় নারী শ্রমিকরা তাদের বঞ্চনার কথা তুলে ধরেন। আর পুরুষ শ্রমিকরা টেনে আনেন খন্দকার মুক্তাদিরের বাবা প্রয়াত সংসদ সদস্য খন্দকার আবদুল মালিকের কথা। শ্রমিকরা জানান, খন্দকার আবদুল মালিক ছিলেন শ্রমিকবান্ধব জনপ্রতিনিধি। তাঁর ছেলে নির্বাচনে প্রার্থী হওয়ায় তারা খুশি বলেও মন্তব্য করেন।
জবাবে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, চা শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর বাবা চা শ্রমিকদের ভোটেই এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিখাতের আধুনিকায়নে ব্যাপক অবদান রেখেছেন। চা শিল্পও এর বাইরে ছিল না। তিনি নির্বাচিত হলে ও বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে চা শ্রমিকদের দুর্দশার অবসান ঘটবে বলেও আশ্বাস দেন মুক্তাদির।
পরে চা শ্রমিকদের সাথে সেলফি তুলেন খন্দকার মুক্তাদির। এসময় শ্রমিকরা বেশ উচ্ছ্বসিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন