বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া, কোরআন তেলাওয়াত ও মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দারুল উলুম ও আশপাশের প্রায় ১০টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুরুতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন। দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মধ্যে মধ্যাহ্নভোজ বিতরণ করেন আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি বলেন, ‘তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার জন্মদিনে অসহায়, দরিদ্র ও শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’
স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মানবিক উদ্যোগ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মান্নানের এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। চলমান নির্বাচনী পরিবেশেও সামাজিক দায়িত্ব পালনে নেতাদের এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন স্থানীয়রা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির সদস্য আলীনুর বেপারী, অর্থ সম্পাদক হান্নান বেপারী, মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, বিএনপি নেতা মাসুম রানা, হাসান বশরী, শাহানুর মিয়া, শাহীন রেজা ও ফারুক হোসেনসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক