এই স্বর্ণালি ধান- শুধু শস্য নয়,
গ্রীষ্মের ঘাম বিন্দু বিন্দু জমে আছে এর শরীরে।
দিগন্তবিস্তৃত মাঠজুড়ে
আজ রব উঠেছে শূন্যতার,
যা আসলে গৃহস্থের গোলা ভরে ওঠারই পূর্বাভাস।
এ শূন্যতা পূর্ণতারই এক গভীর নামান্তর।
এই স্বর্ণালি ধান- শুধু শস্য নয়,
গ্রীষ্মের ঘাম বিন্দু বিন্দু জমে আছে এর শরীরে।
দিগন্তবিস্তৃত মাঠজুড়ে
আজ রব উঠেছে শূন্যতার,
যা আসলে গৃহস্থের গোলা ভরে ওঠারই পূর্বাভাস।
এ শূন্যতা পূর্ণতারই এক গভীর নামান্তর।