তোমার কাছে লিখছি মানে
ফিরছি তোমার কাছে আবার
পরাজিতের দায় নিয়ে নির্বিকার
একান্তে নিজের গন্তব্যের দিকে।
একলা বছরের-পর-বছর
অজস্র ঘুমের প্রহর সেলাই করে;
গোপনে তোমার কাছে ফিরছি আবার
দাঁড়িয়ে আছে সময়, একাকী অন্ধকার।
তোমার কাছে লিখছি মানে
ফিরছি তোমার কাছে আবার
পরাজিতের দায় নিয়ে নির্বিকার
একান্তে নিজের গন্তব্যের দিকে।
একলা বছরের-পর-বছর
অজস্র ঘুমের প্রহর সেলাই করে;
গোপনে তোমার কাছে ফিরছি আবার
দাঁড়িয়ে আছে সময়, একাকী অন্ধকার।