আমাদের লেনদেন হবে সন্ধ্যার একমুঠো আলোর বিনিময়ে।
চুক্তিপত্র লেখা হবে নদীর পানিতে।
সাক্ষী থাকবে ডুবন্ত সূর্যের কুসুম তাপ।
আমাদের লেনদেন হবে জীবনের শেষ মুহূর্তের চাওয়া।
আমি সাম্প্রতিক কবিতা লিখি,
দুটো লাইন ধরে জীবনের প্রথম পথ।
শেষমেশ এসে দেখি এখানেই শুরু হলো,
থেমে আছি এখানেই, বিভ্রান্ত দুটি চোখ।
আমাদের লেনদেন হবে তুচ্ছ প্রেমের বিনিময়ে
মূল্যবান প্রত্যাখ্যান।
সাক্ষী থাকবে অবহেলা আর নৃশংস অপমান।