গেসুআলডো বুফালিনোর গল্প পড়ছিলাম
এস এম সুলতান কসমিক রিয়্যালিটি রঙ মিশিয়ে কল্পনার
জীবন অনুভব করছেন আমার চশমা পরে
অদূরে প্রেমাসিক্ত যুবতি বান্ধবি, আসক্তরোদে-আরক্ত
জলের প্রবাহে অপেক্ষা করছে সুখের স্রোতে
জগৎ মৈথুনময়-কামনার সাগর!
এদিকে মাটি ছুঁয়ে ঝুলন্ত সুতো হেঁটে যাচ্ছে অড়হর ক্ষেতের আল ঘেঁষে-
চলমান জলধারার আয়নায়
আজ ঘুমের হাওয়ায় দুপুরভরা চাঁদের ছায়ায় থোকা থোকা
সবুজ ঝুঁকে আছে পৃথিবী জাগিয়ে!