পুরোনো চিঠির ভাঁজে আজও জেগে আছে
কিছু অক্ষর কিছু মধুর বাক্য,
কালচে হয়ে আসা কাগজটা যেন
এখনো ধরে রেখেছে কত মধুর স্মৃতি।
সেই হাতের লেখা যতবার ছুঁই
যেন ফিরে পাই হারানো সেই সোনালি দিন।
চিঠির ফাঁকে শুকিয়ে যাওয়া বেলি ফুলের
গন্ধে আজও মন উদাসী হয়।
কিছু অব্যক্ত কথা চিঠিতেই বন্দি,
যা আজও বলা হয়নি, আর কোনোদিন হবে না।
চিঠির ভাঁজ খুললে সময় ফিরে যায় অতীতে,
মনটা হয়ে ওঠে টাইম মেশিন।
মনে হয় এই তো সবে একটু আগে লেখা
ভালোবাসা হয়তো নীরব থাকে অনন্তকাল।
মাঝে মাঝেই চিঠির ভাঁজে লুকানো সেই
তোমায়, আমি আজও ছুঁয়ে দেখি।