ভুল যে করে, ভুল তারই অধীনস্থ ইশারার সূর্য হয় তোমার নির্ভরতার বিশ্বাসে
আর হারিয়ে যাওয়া নগ্নচাঁদের হৃদয় শিল্পের জানালা তখন রাত্রির চোখ
কোনো এক সংশপ্তকে না বলার পুঙ্কতিতে বোধে-
অথবা দূরের বিসংবাদে ভাঙনের স্বস্তি হয়ে ওড়ে
যে ভুলে তুমি রাজি থাকো, সে ভুলের প্রাণনাথ আমি-
মাতাল রক্তের হিশাব বুঝে নিই- রক্ত ধারক ঠোঁটে
বাতাস আজ দুর্বার জোছনা উন্মাদ সাম্প্রদায়িক মাংসের সৌন্দর্য
বসে আছি তিরতিরি শব্দ নিয়ে ভুলের কাঁপন ঠেকাবো বলে
তুমি তো আমার পূর্বিতা মুখের আদল নিজের বৃত্তে টেনে নেয়া সুখ
তুমি ভুলের সোনাঝরা ফসল-
আমি বন্ধনহীন পাখির ডানা নক্ষত্র নীলিমায় গতিময় তীব্র সমুদ্রপাখি!