হারপিক বাংলাদেশ বিশ্ব টয়লেট দিবস ২০২৫ উপলক্ষে ঢাকার লেকশোর হাইটস হোটেলে একটি বিশেষ আয়োজন করেছে। অনুষ্ঠানে শিক্ষাবিদ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে দেশের স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করেন।
ড. আব্দুল্লাহ আল মূঈদ বলেন, ‘টয়লেট শুধু প্রয়োজন নয়, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
পরে একটি প্যানেল আলোচনায় অংশ নেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম শামসুল আলম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক, মজার ইস্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি । আলোচনা সেশনটি পরিচালনা করেন রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন। প্যানেলিস্টরা আলোচনা করেন স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি এবং যৌথ উদ্যোগই এর মাধ্যমেই দেশের মানুষের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা সম্ভব।
উদযাপনের অংশ হিসেবে হারপিকের নতুন কমিক বই ‘দিপু-টুশি হাইজিন অভিযান’ উন্মোচন করা হয়, যা শিশুদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার শিক্ষা দেবে। একই সঙ্গে ডিজিটাল কার্টুন সিরিজের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়।
হারপিক ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে ২ হাজার পরিচ্ছন্নতা কর্মীকে সাপোর্ট করার পরিকল্পনা ঘোষণা করেছে। সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘স্যানিটেশন একটি মৌলিক মানবাধিকার, আমরা এর সচেতনতা বাড়াতে ও স্বাস্থ্যবিধি বিষয়ে শিশুদের শিক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বিশ্ব টয়লেট দিবস প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয়, যার লক্ষ্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এবং জাতিসংঘের এসডিজি ৬-এর লক্ষ্য অর্জনে অবদান রাখা।
বিডি-প্রতিদিন/আশফাক