জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কোরআনুল কারিম পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলো করা উচিত আর কোনগুলো বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলো তুলে ধরি। গতকাল তিনি খুলনার ফুলতলায় আটরা-গিলাতলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর মহিলা ভোটার সমাবেশে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলাম। গোলাম পরওয়ার বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আওয়ামী লীগ ইসলামী গণজাগরণ ঠেকাতে জামায়াত-শিবিরকে কখনো রাজাকার কখনো জঙ্গি ট্যাগ দিত, তেমনি বিএনপি এখন সেই ভূমিকায় নেমেছে। তারা মাহফিলে বাধা দেয়, মা-বোনদের তালিম প্রোগ্রামে বাধা দেয়। বিএনপির সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আপনি যদি একটি মার্কায় কাজ করতে পারেন, আমিও অন্য একটি মার্কায় কাজ করার অধিকার রাখি।
জামায়াত সেক্রেটারি বলেন, রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ সুখে-শান্তিতে থাকবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, দখলদারিত্ব থাকবে না। একমাত্র ইসলামই সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পারে। আগামী নির্বাচনে আলেম-ওলামা ও আল্লাহ ভীরু লোকদের ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রে সব মানুষের সুখ ও শান্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যেখানে দাঁড়িপাল্লার প্রার্থী আছে সেখানে দাঁড়িপাল্লার প্রার্থীকে, যেখানে ইসলামী জোটের প্রার্থী আছে সেখানে জোটের প্রার্থীকে ভোট দিতে হবে।