তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে আপিল বিভাগের রায়কে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এ রায় কার্যকর হওয়ায় দেশে সুসংহত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জুলাই শহীদ পরিবারের সদস্য মীর স্নিগ্ধসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কমল মেডিএইডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে দেশের মানুষকে বড় মূল্য দিতে হয়েছে। জীবনহানি, ভোটাধিকার হারানো, প্রশ্নবিদ্ধ নির্বাচন- এসব থেকে উদ্ভূত অপশাসন ও নিপীড়ন আমরা দেখেছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে আসার ফলে আগামী নির্বাচনগুলো সুষ্ঠু হবে বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন, আপিল বিভাগের রায় ভবিষ্যতের নির্বাচন নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে। এটি ইঙ্গিত করে যে, সামনে নির্বাচনগুলো গ্রহণযোগ্য হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচিত সরকারের অভাবে দেশ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তা আমরা অতীতে দেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে তিনি বলেন, এটি নতুন কিছু নয়। আমরা আগেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সফলভাবে নির্বাচন করেছি। এর গঠন ও কাজের ধরন বিধিবদ্ধ আছে।