সে চাইলে কামরাঙা গাছ হতে পারত
সে চেয়েছে টিয়া পাখি হতে
তার ঠোকরে ছিঁড়ে আসা কামরাঙা খাই।
এখন আমরা দু’জনেই জানি
আমাদের চাওয়ায় ভুল ছিল।
সে চাইলে কামরাঙা গাছ হতে পারত
সে চেয়েছে টিয়া পাখি হতে
তার ঠোকরে ছিঁড়ে আসা কামরাঙা খাই।
এখন আমরা দু’জনেই জানি
আমাদের চাওয়ায় ভুল ছিল।