মিরপুর টেস্টের তৃতীয় দিনেই নিজেদের আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। সফরকারী আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২৬৫ রানে বেঁধে ফেলেছে তারা। শুক্রবার আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ১১ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে। তবে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শান্তরা।
দ্বিতীয় দিন আয়ারল্যান্ড ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারায়। সেখান থেকে লরকান টাকার, স্টিফেন ডোহানি ও জর্ডান নেইল প্রতিরোধ গড়ে তোলেন। তবে তৃতীয় দিনে তাইজুলদের দাপটে তা ২৬৫ রানের বেশি এগোয়নি।
বাংলাদেশের স্পিনার তাইজুল ৪ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন খালেদ মাহমুদ ও হাসান মুরাদ। পেসার এবাদত ও স্পিনার মিরাজ সাজ ঘরে পাঠিয়েছেন দুজনকে।
এর আগে আয়ারল্যান্ড ওপেনিংয়ে ৪১ রান পল র্স্টালিং ২৭ বলে ২৬ রান করেন। অন্য ওপেনার আন্দ্রে বালবির্নি ঘরে ফেরেন ২১ রানে। পরে কেদে কারমাইকেল ১৭ রান করে সাজঘরে ফেরেন। হ্যারি টেক্টর ১৪ ও কার্টুস ক্যাম্পার শূন্য করেন।
তৃতীয় দিন লোরকান টাকার ১১ ও স্টিফেন ডোহানি ২ রান নিয়ে খেলা শুরু করেন। প্রথম সেশন বেশ ভালো ব্যাটিংয়ে তারা ৮১ রানের জুটি গড়েন। ডোহানি তাইজুল ইসলামের বলে বোল্ড হতেই ভাঙে সেই জুটি। এরপর ক্রিজে নেমে কোনো রান যোগ না করেই তাইজুলের বলে বোল্ড হন অ্যান্ডি ম্যাকব্রাইন।
আইরিশদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ৭৫ রান করেছেন টাকার। ১৭১ বলে ৭টি চারের সাহায্যে এই ইনিংস সাজান উইকেটরক্ষক ব্যাটার। এ ছাড়া উল্লেখযোগ্য রান করেছেন নিলে ৪৯ ও দোহানি ৪৬।
এর আগে মুশফিকুর রহিম শততম টেস্টে খেলতে নেমে ১০৬ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। পরে লিটন দাসও খেলেন ১২৮ রানের ইনিংস। এতে ভর করে ৪৭৬ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।
বিডি-প্রতিদিন/এমই