বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন ছিল গতকাল। এই বিশেষ দিন উপলক্ষে ‘স্বপ্ন ও তারুণ্যের প্রতিচ্ছবি তারেক রহমান’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচারিত হয়েছে একুশে টেলিভিশন, এটিএন বাংলা, এনটিভিসহ বেশ কিছু প্ল্যাটফর্মে। আশিক ইসলাম ও আহমেদ সাগরের গ্রন্থনা, মোহাম্মদ কাশেমের তত্ত্বাবধানে নির্মিত তথ্যচিত্রটি প্রযোজনা ও পরিচালনা করেছেন আশিক ইসলাম। এই তথ্যচিত্রটিতে তারেক রহমানের ব্যক্তিগত, রাজনৈতিক সংগ্রামী জীবন, সংকট, সংগ্রাম ও সাফল্যসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে দেশের বিশিষ্ট সাংবাদিক, লেখক, ক্রীড়াবিদসহ শিক্ষার্থী-পেশাজীবীদের কথায়। জিটিভির চিফ নিউজ এডিটর আহমেদ সাগরের সঞ্চালনায় এই তথ্যচিত্রে তারেক রহমানের সংগ্রামী জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তথ্যচিত্রে যাদের বক্তব্য উঠে এসেছে তারা হলেন- ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা ফিরোজ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা, এটিএন বাংলার স্পোর্টস এডিটর পরাগ আরমান, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন, বাংলাদেশ লেখিকা সংঘের সাধারণ সম্পাদক ড. লিপি মনোয়ার, সংগীতশিল্পী তাসরিফ খান, ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, ডেইলি টাইমসের বিশেষ প্রতিনিধি মোশাররফ হোসেন বাবলু, এনটিভির নর্থ আমেরিকার ব্যুরোপ্রধান ফরিদ আলম, এস এম আবদুল আওয়াল, মো. হায়দার আলীসহ নানা পেশাজীবী মানুষ।
উল্লেখ্য, ১৯৬৫ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোল আলো করে জন্মগ্রহণ করেন তারেক রহমান। তাঁর ডাকনাম পিনু।