ক্যাপিটাল ড্রামার ব্যানারে আসছে নতুন নাটক ‘ফার্স্ট লাভ’। হাসিব হোসাইন রাখির গল্পে নির্মিত এই নাটকটিতে দর্শকরা পেতে চলেছেন এক নতুন জার্নি, যেখানে শুধু পিওর রোমান্স নয়; মিশে আছে পরিবার ও বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতি। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি নিজেই। তবে সবচেয়ে বড় আলোচনা এখন এর নতুন নায়িকাকে নিয়ে। নাটকের প্রযোজক সংস্থা জানান, নায়িকার নাম নিয়ে দর্শকদের মধ্যে চরম আগ্রহ তৈরি করেছে। আপাতত সেই মুখটির পরিচয় জানতে অপেক্ষা করতে হবে সবাইকে। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘ফার্স্ট লাভ হচ্ছে হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় কাজ এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে আমার চতুর্থ কাজ। কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ গল্পে আমাদের যে নায়িকা তার এই নাটকের মাধ্যমে অভিষেক হচ্ছে। এজন্য গল্পটির নাম ফার্স্ট লাভ রাখা। আশা রাখছি, দর্শকদের খুবই ভালো লাগবে নাটকটি।’
পরিচালক হাসিব হোসাইন রাখি বলেন, ‘গল্পটা আমার নিজেরই লেখা। ‘ফার্স্ট লাভ’ আমার জন্য একটা নতুন জার্নি। আশা করি, দর্শকও একটা জার্নির মধ্য দিয়ে গল্পটা উপভোগ করবেন। রোমান্টিক গল্পের মধ্যেও এখানে ফ্যামিলি, বন্ধুত্বের ভালোবাসা, স্টুডেন্ট লাইফের জার্নি রয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘একটি নাটক পুরোপুরি কমপ্লিট করার জন্য শুটিং সব থেকে কঠিন কাজ। বিভিন্ন রকমের সমস্যা পেরিয়েই আমাদের শুটিং শেষ করতে হয়। আলহামদুলিল্লাহ, ‘ফার্স্ট লাভ’র শুটিং আমরা ভালোভাবে করতে পেরেছি। দর্শক বরাবরের মতো আমার থেকে আরও একটি ভালো কাজ পাবে সে আশাই করছি।’ নাটকটির প্রযোজক ও হেড অব ক্যাপিটাল ড্রামা আনোয়ারুল আলম সজল জানান, ‘নায়িকাকে নিয়ে বিরাট আলোচনা শুরু হয়েছে, কে ক্যাপিটাল-এর এই নতুন নায়িকা! তা আমরা কিছুদিনের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেব।’ নাটকটিতে দর্শকরা কিছুটা সিনেমাটিক ফিল পাবেন। সেই আবহ ধরে রাখতে এতে থাকছে দুটি গান। একটি হলো শ্রাবণী জলির কথায় শাহরিয়ার আলম মার্সেলের গাওয়া ‘বন্ধু বেলা বয়ে যায়’, অন্যটি হলো ওয়ালিদ হাসানের কথায় ‘তুমি চলে গেছো’। নাটকটি ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় অবমুক্ত হবে।