কম্বোডিয়ায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ১৬ যাত্রী নিহত হয়েছ্নে। একই সঙ্গে ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে কাম্পং থম প্রদেশের মধ্যাঞ্চলে এ ঘটনা ঘট। রাতে বাসটি বাসটি উত্তরাঞ্চলীয় ওদ্দার মিয়ানচে প্রদেশ থেকে রাজধানী নমপেনের দিকে যাচ্ছিল।
ওই এলাকার ডেপুটি পুলিশ প্রধান সিভ সোভান্না জানিয়েছেন, বাসটিতে ৪০ জন কম্বোডিয়ান যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতের বেলায় রওনা হওয়ার পর চালক ঘুমিয়ে পড়েছিলেন। নিহতদের মধ্যে চালক আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, ক্রেন দিয়ে বাসটি তোলার সময় সেটি অর্ধেক পানিতে ডুবে ছিল।
আহত যাত্রীদের প্রাদেশিক কাম্পং থম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করছে।