চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, চুরি-ডাকাতি, ছিনতাই রোধ, পলাতক আসামি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে পুলিশের বিশেষ অভিযান চলছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চোর, মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী, মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা রয়েছে।
বর্তমানে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার।
বিডি প্রতিদিন/কেএইচটি