রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শুক্রবার (২১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কর্মসূচি
স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা : মিরপুরে পার্বত্য বৌদ্ধসংঘ কমপ্লেক্সে আদিবাসী খাদ্য ও শস্য মেলায় অংশগ্রহণ করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রাথমিকের শিক্ষকদের কর্মসূচি
• সকাল ১১টা ৩০ মিনিট: জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া