কুমিল্লার কোটবাড়িতে লালমাই পাহাড়ঘেরা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের ভোট উৎসব। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সোসাইটির নির্বাচন শুরু হয়।
১৫টি ক্লাব–সোসাইটির মধ্যে ১৩টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আবহ। ভোট দিতে এসে শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে তালিকা যাচাইয়ের পর ব্যালট পেপার নেন। পরে গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়ে ব্যালট বাক্সে তা জমা দেন। সভাপতি–সাধারণ সম্পাদকসহ প্রতিটি ক্লাবে সাতটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা চলে।
ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. জামাল নাছের, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তা।
যেসব ক্লাবে ভোট হয়— সিসিএন-ইউএসটি স্পোর্টস ক্লাব, ডিবেটিং সোসাইটি, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কালচারাল ক্লাব, প্রোগ্রামিং ক্লাব, ইনোভেশন ক্লাব, ল পার্লামেন্ট, বিজনেস ক্লাব, ত্রিপল ই ক্লাব, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব, কম্পিউটার ক্লাব, ফটোগ্রাফি সোসাইটি, ভলান্টিয়ার ক্লাব।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় রোবটিক্স ক্লাবের নির্বাচন স্থগিত রয়েছে। অন্যদিকে ক্যারিয়ার ক্লাবের সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/সুজন