বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেস ক্লাবের চার দশক পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী এ দিবসটি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত 'জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম; স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, একটি বহুল প্রচারিত কথা, মিডিয়া ইজ দ্য ফোর্থ এস্টেট। কিন্তু সাংবাদিকতা ফোর্থ এস্টেট হতে হলে নিজেদের গড়ে তুলতে হবে। ফোর্থ এস্টেট হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। সাহস থাকতে হবে। ফোর্থ এস্টেট হতে হলে দলীয়করণের ঊর্ধ্বে উঠতে হবে। আপনাকে কোনো দলকে ভয় পেলে চলবে না। আপনাকে সাহস দেখাতে হবে। তখনই আপনি চতুর্থ স্তম্ভ অর্জন করতে পারবেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর একটা নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। কারণ ১৫ বছর ধরে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরণিত করা হয়েছিল। এটাকে একটি উপনিবেশে পরিণত করা হয়েছিল। এ থেকে বেরিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, দেশে এ বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় শুধু বয়ান তৈরি করবে, তারা যেমন চাইবে তেমন হবে। এমন চিন্তার পথ ভাঙতে হবে। কিছু পত্রিকা বামনকেও দানবে পরিণত করে আবার যোগ্য কাউকে এক প্রান্তে ঠেলে দেয়। এটা কাম্য নয়। তরুণ প্রজন্মকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সাংবাদিক হবেন নৈতিক গুণ সম্পন্ন এবং সংবাদ হবে বস্তুনিষ্ঠ।
মনির হোসেন মাহিনের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য ড মাঈন উদ্দিন ও প্রেসক্লাবের উপদেষ্টা ড. ফজলুর হক সহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন