বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে ভালুকায় দিনব্যাপী মানবিক কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার দিনভর বিএনপি মনোনীত ময়মনসিংহ–১১, ভালুকা আসনের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ১২টি স্থানে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়। পাশাপাশি উপজেলাজুড়ে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
ময়মনসিংহ–১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ব্লাড ডোনেশন ক্যাম্প পরিদর্শন করেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “মানবিক সেবা মানুষের কল্যাণে বিএনপির রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারেক রহমানের জন্মদিনকে উপলক্ষ করে মানবিক উদ্যোগগুলো আমাদের সংগঠনের প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।”
কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক