মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শততম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে রেকর্ড বই আরও সমৃদ্ধ করলেন মুশফিকুর রহিম। স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে ঝুলছে তার হুঙ্কার ছোড়ার বিশাল ব্যানার, গ্যালারিতেও সমর্থকদের হাতে প্লাকার্ড সব মিলিয়ে ‘মিস্টার ডিপেন্ডেবল’-এর শততম টেস্ট ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার এবং অসংখ্য রেকর্ডের মালিক এই ব্যাটারকে ঘিরে এমন আবহ স্বাভাবিকই।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান, টেস্টে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি, একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি এমন বহু অর্জনে সাজানো মুশফিকের পথচলা। কিন্তু সফলতার শিখরেও নিজেকে তিনি দেখেন বিনয়ের চোখে।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন,'প্রতিটি ম্যাচেই আমার চেষ্টা থাকে নিজের সেরাটা দেওয়া। ক্যারিয়ার ১০০ ম্যাচ হোক বা যেকোনো মাইলফলক সব কিছুর আগে থাকে দলের প্রয়োজন।'
সেঞ্চুরির পরও তিনি গুরুত্ব দিয়েছেন দলের ফলের ওপর। তিনি বলেন, 'বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম, সমুদ্রের দুই-একটা ফোঁটার মতোই। নাম বড় কি না, সেটা আলাদা বিষয়। দেশের কথাটাই আগে। এই ম্যাচে জয়ই হবে আমার সবচেয়ে বড় উপহার।'
বিডি প্রতিদিন/মুসা