অবিশ্বাস্য হলেও সত্য, একসময় নাকি বার্সেলোনা রবার্ট লেভানডস্কিকেই গোল করতে নিষেধ করেছিল। পোলিশ লেখক সেবাস্তিয়ান স্তাসেভস্কির লেখা ‘দি রিয়েল লেভানদোস্কি’ বই প্রকাশের পর ফুটবল দুনিয়ায় এ নিয়ে শোরগোল তৈরি হয়েছে।
২০২২ সালের জুলাইয়ে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় পা রেখেছিলেন লেভানডস্কি। নতুন ঠিকানায় মাত্র কিছুদিনের ভেতরই গোল উৎসব শুরু করেন তিনি। সেই মৌসুমেই আগেভাগেই লা লিগার শিরোপা নিশ্চিত হয় বার্সার।
বইটিতে দাবি করা হয়েছে, লিগের শেষ দুই রাউন্ড শুরুর আগে এক বার্সা বোর্ড সদস্য নাকি লেভানডস্কিকে আলাদা ডেকে বলেছিলেন, ‘রবের্ত, আমরা চাই শেষ দুই ম্যাচে তুমি গোল না করো।’
বোর্ড সদস্যের এই কথায় হতভম্ব হয়ে যান লেভানডস্কি। শেষপর্যন্ত বোর্ড সদস্যের সেই অনুরোধ রেখে আর গোল করেননি এই পোলিশ স্ট্রাইকার।
সেই সময় লেভানদোস্কির গোলসংখ্যা ছিল ২৩। যদি ২৫-এ পৌঁছে যেত, তবে বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি অনুযায়ী অতিরিক্ত ২৫ লাখ ইউরো দিতে হতো বার্সেলোনাকে। আর্থিক সংকটে জর্জরিত ক্লাবটির জন্য সে চাপ সামলানো ছিল কঠিন।
এরপর শেষ দুই ম্যাচে গোল না করলেও মৌসুমের শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন লেভানদোস্কি।
ঘটনাটি সামনে আনার পর সামাজিক মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন খ্যাতনামা ফুটবল সাংবাদিক গিইয়েম বালাগ। তিনি মনে করেন, সেই সময় খুব আর্থিক সমস্যায় ছিল বার্সেলোনা। যে কারণেই তার আগের বছর ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছেড়ে যেতে হয়েছিল ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসিকে।
বালাগের ধারণা, দুই বছর আগের এই ঘটনা নতুন করে প্রকাশ্যে আসার পর তা নিয়ে ফুটবল বিশ্বে নতুন বিতর্কও তৈরি হতে পারে।
বিডি প্রতিদিন/কেএ