দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে শুভমান গিলের ঘাড়ের চোট ভারতের জন্য বড় দুঃসংবাদ হয়ে উঠেছে। কলকাতায় প্রথম টেস্ট চলাকালীন ব্যাট করতে গিয়ে গিল হঠাৎ-ই ঘাড়ে অস্বস্তি অনুভব করেন এবং খেলার মাঝপথেই তাকে মাঠ ছাড়তে হয়।
এরপর থেকে তার অবস্থা নিয়ে জল্পনা চললেও শেষ পর্যন্ত জানা গেল তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। ফলে গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলা সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে নামতে হচ্ছে তাদের নিয়মিত অধিনায়ককে ছাড়াই।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গুয়াহাটি টেস্টে খেলতে পারবেন না গিল। তার পরিবর্তে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার রিশাভ পন্ত। আর একাদশে দেখা যেতে পারে বাঁ-হাতি ওপেনার সাই সুদর্শনকে।
ইডেন গার্ডেনে ৩০ রানে হেরে যাওয়া টেস্টের প্রথম ইনিংসে সুইপ শট খেলতে গিয়ে ঘাড়ে ব্যথা পান গিল। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে স্ক্যানের জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা হাসপাতালে নেওয়া হয়। পরের দিনই হাসপাতাল থেকে ছুটি পান ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটার। চোট থেকে খানিকটা সেরে উঠলেও তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ভারত।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পুরোপুরি সুস্থ হতে প্রায় এক সপ্তাহ লাগতে পারে গিলের। ইতিমধ্যে ঘাড়ের ব্যায়াম শুরু করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে তাকে।
উল্লেখ্য, কলকাতা টেস্টে হেরে দুই ম্যাচের সিরিজে এখন ০-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। শনিবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।
বিডি প্রতিদিন/এমআই